জেলা প্রশাসককাপ ফুটবল টুর্ণামেন্টে ফাইনালে ফরিদগঞ্জ একাদশ

 

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জঃ

চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট।এরিধারাবাহিকতায়

৭ অক্টোবর (শুক্রবার) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে সেমিফাইনালে খেলায় অংশগ্রহণ করে ফরিদগঞ্জ ক্রীড়া সংস্হা একাদশ বনাম কচুয়া ক্রীড়া সংস্থা একাদশ।

খেলায় ৩-১ গোলে কচুয়াকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থা একাদশ। আগামী ১৩ অক্টোবর ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থা একাদশ বনাম ৮ অক্টোবর সেমিফাইনালে শাহারাস্তি ক্রীড়া সংস্থা একাদশ ও চাঁদপুর সদর ক্রীড়া সংস্থা একাদশ এর মধ্যকার বিজয়ী দল।

খেলায় উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান,ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্হার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা, সিনিয়র সাংবাদিক ফরিদ আহম্মদ রিপন,

ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জিএস তছলিমসহ প্রমুখ।

উল্লেখ্য ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন। জানা যায়, টুর্ণামেন্টে জেলার ৮টি উপজেলার মোট ৮ দলের খেলোয়াড়রা অংশ নেয়।

উদ্বোধনী খেলায় মতলব উত্তর কে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়েছে ফরিদগঞ্জ। সেমিফাইনাল নিশ্চিত করেন ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ । খেলা চলাকালীন সময়ে স্টেডিয়ামের দর্শক গ্যালারিতে উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করেন কয়েক’শ ফুটবল প্রেমী দর্শক।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ১০:৩৪)
  • ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১