হাজীগঞ্জে মাখদুম শাহ্ মুজাদ্দেদীর নেতৃত্বে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী’র বিশাল মিছিল

মো.মজিবুর রহমান রনি :
হাজীগঞ্জে ৩৪তম পবিত্র জশনে জুলুস ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। নূর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) এর শুভ আগম উপলক্ষে হাজীগঞ্জ বাজারে ঈদে মিল্লানুন্নবী’র মিছিল অনুষ্ঠিত হয়।
৮ অক্টোবর শনিবার বিকাল ২টায় ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের আয়োজনে এ বিশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। ।
ধেররা দরবার শরীফের পীর আবু নসর আল্লামা সাইয়্যেদ আবেদ শাহ মাদনি (রহমতুল্লা আলাহি) এর নাতী, সাইয়্যেদ জাহান শাহ মুজাদ্দেদি আল মাদানীর বড় ছেলে পীরজাদা আল্লামা সাইয়্যেদ মাখদুম শাহ মুজাদ্দেদি আল মাদানীর নেতৃত্বে এ বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ পৌরসভার ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের সামনে থেকে বিশাল মিছিল শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের হাজীগঞ্জ পূর্ব বাজার আমিনরোড পদক্ষিণ শেষে ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের সামনে এসে শান্তিপূর্ণ পরিবেশে জশনে জুলুসে ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে মিছিলের সমাপ্তি হয়।
ধেররা দরবার শরীফের মুরিদানগণ পতাকা, ব্যনার, প্লে-কার্ড হাতে নিয়ে দলে দলে মিছিলে অংশ গ্রহণ করে।
মিছিল শেষে ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফ মসজিদের ভিতরে আলোচনা সভায় মিলিত হয়। বক্তব্য রাখেন পবিত্র জশনে জুলুসে ঈদে মিল্লাদুন্নবী আয়োজক এন্তেজামিয়া কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আহসান উল্ল্যাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাও আব্দুর রহিম।
এ সময় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। মিলাদ শেষে মুনাজাত পেশ করেন পীরজাদা আল্লামা সাইয়্যেদ মাখদুম শাহ মুজাদ্দেদি আল মাদানীর ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৮:৩৯)
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১