মুজাহিদুল ইসলাম কয়রা প্রতিনিধিঃ
হাতের মুঠোয় খুলনা জেলার সকল সরকারি বেসরকারি সেবা এনে দিতে খুলনা অনলাইন সেবা মোবাইল অ্যাপ তৈরি করেছেন কলেজ ছাত্র আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন খুলনার কয়রা থানার শ্যামখালী গ্রামের সন্তান এবং কয়রা কপতাক্ষ কলেজের একাদশ শ্রেনীর ছাত্র
অ্যাপটির নির্মাতা আব্দুল্লাহ আল মামুন এক তথ্যচিত্রে বলেন অ্যাপটিতে এখন প্রায় ১৭ টি ক্যাটেগরিতে খুলনা জেলার সকল অনলাইন সেবা সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি এ নিয়ে কাজ করছেন কলেজ ছাত্র আব্দুল্লাহ আল মামুন।
তার খুলনা জেলা অনলাইন সেবা অ্যাপে মিলবে খুলনার সকল জরুরি সেবা।
অ্যাপটির নির্মাতা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন প্রযুক্তিকে কাজে লাগিয়ে অ্যাপের মাধ্যমে খুলনা জেলাকে তথ্য-সমৃদ্ধ জেলা হিসেবে তুলে ধরার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে কেউ চাইলেই তাৎক্ষণিক জরুরি অনলাইন সেবা নিতে পারবেন।
গুগলৎ প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অথবা ক্লিক করতে পারেন
এখানে:( https://play.google.com/store/apps/details?id=com.OnlineSheba.Khulna )
এ ছাড়াও অনলাইন কেনাকাটা,বোর্ড এর রেজাল্ট বের করা জন্মনিবন্ধনের জন্য আবেদন,জন্মনিবন্ধন ভুল সংশোধন,নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন,পাসপোর্টের জন্য আবেদন থেকে শুরু করে সমস্ত সেবা একটি অ্যাপে।প্রতিনিয়ত এই অ্যাপটির আপডেট করা হবে।
শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আ্যপটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন অ্যাপের নির্মাতা আব্দুল্লাহ আল মামুন।