নিজস্ব প্রতিবেদক – দুর্যোগ সম্পর্কিত বিশেষ মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর এর উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস।
আলোচনা সভা শেষে ফায়ার পাইটারদের অংশগ্রহনে দুর্যোগ থেকে রক্ষা পেতে জনসাধারণকে সচেতন করতে ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্স এর বিশেষ মহড়া সম্পন্ন হয়।