মোঃ হোসেন গাজী।।
মা ইলিশ রক্ষায় সরকারের কঠোর বিধিনিষেধ থাকলেও কিছু অ’সাধু জেলে মাছ শিকারে ব্যস্ত থাকে। তাই নিষেধাজ্ঞা অমান্য কারী চাঁদপুরের পদ্ম -মেঘনা নদীতে ইলিশ শিকারের অপরাধে ১৬ জেলেকে আটক করা হয়েছে। গতকাল (১৪ই অক্টোবর) শুক্রবার সন্ধায় লক্ষীপুর,হানারচর ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ঐ এলাকা থেকে তাদের আটক করে হরিনা নৌ পুলিশ ফাঁড়ি। এসময় ৩৫ হাজার মিটার কারেন্ট জাল,১টি ইঞ্জিন চালিত নৌকা সহ ১৬ জেলেকে আটকা করা হয়। আটক কৃত জেলেরা হলো হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের ঈশান বালার এলাকার মোঃ সিদ্দিক আলী মাল(৫০), মোহাম্মদ আলী মাদবর (১৫), নাজিম রাঢ়ী(৩০),আনোয়ার মাঝি(৩০), মুসলিম মুন্সি (৫০),আল আমিন মাদবর(২৫),রুবেল দেওয়ান (২২), সদর লক্ষীপুর ইউনিয়নের মোঃ হারুন বকাউল(৫০), নূরুল ইসলাম ছৈয়াল (৩০), মোঃ মোক্তার গাজী সহ ১৩ জন আটক কৃত জেলেদের কে মৎস্য আইনে মামালা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, এ এস আই, জহিরুল ইসলাম,বাবুল বালা,এস আই মোঃ সোহেলা রানা,আলী হেসেন,আমিনুল ইসলাম, আনোয়ারুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে সরকারের ঘোষনা অনুযায়ী আমরা মা’ইলিশ রক্ষায় রাত,দিন নদীতে টহল জোরদার করেছি। তারই পরিপ্রেক্ষিতে অল্প সময়ের মধ্যেই আমরা ১৩ জন জেলেকে আটক করগে সক্ষম হয়েছে। মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্ময়-মেঘনা নৌ সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে,সেজন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সার্বক্ষনিক টহল অব্যাহত থাকবে।