ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে সভা

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের শত বছর উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় পৌরসভা সভাকক্ষে এই প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পৌর মেয়র মাহমুদ আলম লিটন।
সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক সাবেক প্রধান শিক্ষক বিরেন্দ্রনাথ সরকার,সমন্বয়ক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন,নিবন্ধন উপ-কমিটির আহব্বায়ক পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রাক্তন ছাত্র লুৎফুলহুদা চৌধুরী লিমন,সদস্য সচিব প্রাক্তন ছাত্র নিরঞ্জন চন্দ্র সরকার প্রমুখ।
এসময় বিদ্যালয়ের এসএসসি বিভিন্ন ব্যাচের সাবেক ও বতমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বিদয়্যালয়ের সকল সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্টেশন
সম্পন্ন করার আহব্বান জানানো হয়।
উল্লেখ্য ১৯২০ সালে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। ২০২০ সালে বিদ্যালয়টির বয়স শত বছর হলেও,অতিমারী করোনা প্রদুর্ভাবের কারনে বিদ্যালয়ের শত বছর উদযাপন করতে পারেনি । করোনা প্রদুর্ভাব কমে যাওয়ায় বিদ্যালয়ের শত বছর উদযাপনের এই প্রস্তুতি।যা আগামী ২৪ এবং ২৫ডিসেম্বর উদযাপন করা হবে। রেজিষ্টেশনের শেষ সময় ৩১অক্টোবর।

মেহেদী হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
মোবাইল;০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ১২:০৭)
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০