রাউজানে কৃষক লীগে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

শাহাদাত হোসেন, রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধিঃ রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আগামী নির্বাচনের আগে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সম্মেলন শেষ করতে হবে। এরপর জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। কৃষক লীগ এমন একটা সংগঠন যার নেতৃত্ব দেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু কৃষক লীগকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজিয়েছিল। গ্রাম পর্যায়ে কৃষকদের তিনি সুসংগঠিত করেছেন। মুক্তিযোদ্ধে কৃষক লীগের ভূমিকা ছিল সম্মূখ যুদ্ধের সারিতে। তিনি গতকাল ১৬ অক্টোবর রবিবার দুপুরে রাউজান উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাউজান উপজেলা আওয়ামীলীগর সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের যৌথ সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক আলহাজ্ব আকবর আলী চৌধুরী, প্রধান আলোচক ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরমান চৌধুরী,স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন,সহ সভাপতি কাজী ইকবাল,পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বি এম জসিম উদ্দিন হিরু, আব্দুল জব্বার সোহেল,নজরুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসেন, মুছা আলম খাঁন।সম্মেলনে রাউজান পৌরসভার কাউন্সিলর আলমগীর আলীকে সভাপতি ও হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক করে রাউজান উপজেলা কৃষকলীগ ও আজগর আলী চৌধুরীকে সভাপতি ও তছলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে পৌরসভা কৃষকলীগ কমিটি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ১০:৫৮)
  • ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০