পিরোজপুর প্রতিনিধি :
আগামী ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠীত হয়েছে। আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্ততি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।
সভায় বক্তাদের আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে রয়েছে-আনন্দ র্যালী, শেখ রাসেলের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন, শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগতিা, বৃক্ষ রোপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেখ রাসেলের ওপর চিত্র প্রদর্শন। সভায় আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি