তানোরে দীপাবলি অনুষ্ঠান পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ময়না

 

তানোর প্রতিনিধি: হিন্দুধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি অনুষ্ঠান পরিদর্শন করেছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। মঙ্গলবার রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর গ্রামে এদীপাবলি অনুষ্ঠান পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। এসময় তার সাথে দীপাবলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পারিশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকমল সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান,কামারগাঁ ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক,ইউপি সদস্য লুৎফর রহমান প্রমূখসহ বিভিন্ন শ্রেনীপেশার জনসাধারণ গন উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না বলেন,এদেশের সংখ্যালঘুরা একমাত্র আওয়ামী লীগ সরকারের আমলে সম্মান নিয়ে শান্তিতে বসবাস করতে পারে। বিএনপির সময় সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতনের শিকার হতে হয়েছে। এখনো দুষ্কৃতকারীরা বিভিন্ন পূজামণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তারা সফল হতে পারছেনা। প্রশাসন দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনছেন। আওয়ামী লীগ সরকার থাকা পর্যন্ত এদেশে সংখ্যালঘুদের উপর কোন অন্যায় অত্যাচার হতে দিবেনা। এছাড়া সংখ্যালঘুরা ধানের শীষে ভোট দিলেও বিএনপির নেতা বলেন তাঁরা নৌকায় ভোট দিয়েছেন। তারা কখনোই সংখ্যালঘুদের বিশ্বাস বা মেনে নিতে পারেন না। তাই বিএনপির নেতাদের মুখের উপরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট দিতে এখুনি সজাগ হতে হবে। নয়তো বিএনপি ক্ষমতায় এলে আপনাদের উপর জুলুম নির্যাতনের শেষ থাকবেনা। তাই যে যাই বলুক কোন দিকে কান না দিয়ে আওয়ামী লীগ সরকারের হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিতে হবে।

সারোয়ার হোসেন
২৫ অক্টোবর /২০২২ইং

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (দুপুর ১:০৮)
  • ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০