জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। ২৬ অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।
বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আম্বিয়া খাতুন, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান প্রমুখ।
সভায় নিয়মিত বাজার মনিটরিং, যানজট নিরসনে ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ, কিশোরগ্যাং দমন সহ মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে রোধে বিস্তারিত আলোচনা হয়।
এসময় আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।