চিলমারীতে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে শশুরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে

 

হাবিবুর রহমান,চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচনের, চেয়ারম্যান পদে উপ-নিবার্চনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, মোঃ জাকির হোসেন এমপি তার শশুরের পক্ষে নিবার্চনী প্রচারণা চালাচ্ছে বলে তার বিরুদ্ধে অভিযোগে করে, এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন করেন। আজ দুপুরে উপজেলা পরিষদ মোড় সংলগ্ন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মোঃ রুকুনুজ্জামান শাহীন তার নিবার্চনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রুকুনুজ্জামান শাহীন তার লিখিত অভিযোগ পত্র পাঠ করে শোনান। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের এমপি মোঃ জাকির হোসেন তার শ্বশুর, আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী সোলায়মান আলী সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এতে করে নিবার্চন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। প্রতিমন্ত্রীর এমন নির্বাচনী প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ও সুষ্ঠু ভোট নিয়ে আশংকা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রীর নিবার্চনী এলাকায় অবাধে নিবার্চনী প্রচারণা চালানোর বিষয়ে রিটার্নিং কর্মকতার্কে একটি লিখিত দিয়েছেন। এ সময় তিনি আর ও বলেন, নিবার্চনকে অবাধ ও নিরপেক্ষ করতে গত ২৩ অক্টোবর নিবার্চন কমিশনে সিসি ক্যামেরা স্থাপনের আবেদন করেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হলে ভোটারদের মাঝে যে আশংকা তৈরি হয়েছে তা কেটে যাবে। নিবার্চন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ভোট প্রদানে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং উৎসব মূখর পরিবেশে যেন ভোটরা ভোট দিতে পারেন এ বিষয়ে কার্যকরি পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের মুঠোফোনে কয়েকবার কল করা হলে ও তিনি কল রিসিভ করেননি। আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী সোলায়মান আলী সরকার নিশ্চিত করে বলেন, প্রতিমন্ত্রী জাকির হোসেন তার জামাই। তবে নিবার্চনী প্রচারণায় তার জামাই কোন প্রকার অংশ গ্রহন করেন নি। আমার প্রতিপক্ষ প্রার্থী এ মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, লিখিত অভিযোগ আমি পাইনি।
তবে এ বিষয়ে নিবার্চনী ভেজিলেশন টিম মাঠে কাজ করছে। তারা রিপোর্ট দিলেই আমরা নিবার্চন কমিশনকে অবহিত করব বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ১২:২০)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০