রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি- শৃঙ্খলা সর্বত্র এ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে’উদযাপন উপলক্ষে রাউজান থানার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ অক্টোবর) সকালে রাউজান থানা বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে উপজেলা সদর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্তরে এসে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন অতিথিবৃন্দরা।সভায় সভাপতিত্ব করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুণ।টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।এস আই মোহাম্মদ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার,রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, রাউজান কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, সাহাবুউদ্দিন আরিফ, রাউজান পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, শওকত হাসান,ওসি তদন্ত কায়ছার হামিদ,পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন।বক্তব্য রাখেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, ছাত্রলীগ নেতা আরমান সিকদার, সাইদুল ইসলাম সহ থানার পুলিশের অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।