স্বামীর কোটি টাকার সম্পদ অত্মসাৎ এর অভিযোগ করে দেবরের বিরুদ্ধে বিধবা নারীর সংবাদ সম্মেলন

 

 

রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধি:
স্বামীর সারাজীবনের উপার্জিত অর্থ ও সঞ্চিত টাকায় কেনা সম্পত্তি আত্মসাথের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসীর বিধবা বয়োবৃদ্ধ স্ত্রী নুর বানু। রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর সত্তা গ্রামের লস্কর উজির বাড়ীর এই নারী মৃত নুর ইসলামের স্ত্রী। গতকাল শনিবার দুপুরে রাউজান প্রেসক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করে বলেছেন তার স্বামীর মধ্যপ্রাচ্যে ব্যবসা বানিজ্যি ছিল। যৌথ পরিবারের থাকা দেবর জহুরুল ইসলাম সিদ্দিকী র কাছে তার জীবনের সকল টাকাকড়ি পাঠাতেন তার স্বামী। ঐ টাকায় স্বামীর তিন ভাইয়ের নামে সম্পদ কেনার কথা থাকলেও দেবর জহিরুল সব সম্পত্তি তার স্বামীর অজান্তে নিজের নামে কিনে রাখেন। এসব সম্পত্তির মধ্যে চট্টগ্রাম শহরের বিপনী বিতানে দোকান ও বাড়িতে জমিও রয়েছে। সর্বশেষ চট্টগ্রাম জুবলি রোডে একটি হোটেল (হোটেল মার্টিন) স্বামীর নামে কিনলেও তাও জাল দলিল সৃষ্টি করে সন্ত্রাসীদের দিয়ে জহিরুল দখল করে নিয়েছে। বৃদ্ধা এই নারী অভিযোগ করেছেন তার দেবর নিজকে মুক্তিযোদ্ধা দাবি করে প্রশাসনে প্রভাব খাটাচ্ছে। এখন তিনি আমাকে বাড়ি ভিটা থেকে উচ্ছেদ করতে ঘরের সামনের দুই গেট তালা দিয়ে ঘর থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। এই নারী আরো জানান তার স্বামী ভাই জহুরুলের মাধ্যমে নিজের কেনা সম্পদ আত্মসাৎ হওয়ার ঘটনা জানতে পেরে তার কাছে ঘটনা জানতে চাইলে জহুল সব সম্পত্তি তার বলে দাবি করে। এই অবস্থায় তার স্বামী রাগে ক্ষোভে ষ্টোক করে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নেয়। একটি ভাল হলে বিদেশে চলে যায়। পরে তিনি ১৯৮৫ সালে নিজের নামে চট্টগ্রাম শহরের স্টেশন রোডস্থ হোটেল মার্টিন কিনে নেন। এই হোটেলটিও আমার দেবর জহুর ইসলাম সিদ্দিকী কৌশলে জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যে হোটেল মার্টিন দখল করিয়া নেয়। এই ঘটনায় আমার স্বামী আবারো স্ট্রোক করে। পরে তিনি মৃত্যুবরণ করেন। বিধবা নারী নুর বানুর অভিযোগ বর্তমানে জহুরুল আমার স্বামীর অর্থে নির্মিত বাড়ি থেকে তাকে ও তার সন্তানদের বের করে দিতে ঘরের দরজার দু” গেটে তালা তুলে দিয়েছে। তার সহযোগিদের মাধ্যমে এখন আমাকে প্রস্তাব দিচ্ছে আমার স্বামীর কেনা হোটেল মার্টিন তার নামে রেজিষ্ট্রি করে দিতে। এই অসহায় নারী এখন প্রশাসনের কাছে বিচার দাবি করে গতকাল এই সংবাদ সম্মেলন করেছে। উল্লেখ্য এই নারী এক ছেলে কঠিন রোগে আক্রান্ত হয়ে অনেকটা পঙ্গু অবস্থায় বাড়িতে শয্যাশায়ী রয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সকাল ৬:১৮)
  • ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১