শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে র্্যালী শেষে অফিসার্স ক্লাবের হলরুমে আলোচনা সভা ও ২৬জন যুব সংগঠকদের মাঝে ১৩ লক্ষ ৩০হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, সজন চক্রের নির্বাহী পরিচালক সুভাষ ভক্ত, যুব সংগঠনের আত্মকর্মী নাসরিন আক্তার, সোহেল হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির।