মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন কার্যালয়ের আয়োজনে দিবসটি
পালন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহ কর্মকর্তা মো:রিয়াজ উদ্দিন।
এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,ইউপি চেয়ারম্যান মানিক রতন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাছিনা ভুইয়া,যুবউন্নয়ন কর্মকর্তা এসএম মনিরুজ্জামান প্রমুখ। শেষে যুব সংগঠন নিবন্ধন সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১