অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ দেশ গড়ার শপথ নিন,দুর্নীতিকে বিদয় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে নওগাঁ সততা সংঘের সদস্য ও হত দরিদ্র ৮০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন কমিশন আয়োজিত শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়াম রুমে নওগাঁ জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএএ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক সাংসদ সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহিন মনোয়ারা হক, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান প্রমুখ সহ বোয়ালিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এর শিক্ষক, শিক্ষার্থী ও দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ১১ সদস্য বিশিষ্ট সততা সংঘ কমিটি গঠন করা হয়। এবং ষষ্ঠ হতে দশম শ্রেণী পর্যন্ত গরীব অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।