সংসারের দায়িত্ব শুধু পুরুষেরই নয়। নারীও এখন ধরতে জানে সংসারের হাল। নারীরা সংসার সামলানোর পাশাপাশি ঘরের বাইরেও নিজের পরিচয় গড়ে নিতে পারে। তারই এক উদাহরণ ইসরাত জাহান। ইলিশের বাড়ি চাঁদপুরে জন্মগ্রহন করে বেড়ে উঠা ইশরাতের।
নীল কাব্য ফ্যাশেন হাউজ এর ব্যবস্থাপনা পরিচালক ইশরাত সম্প্রতি মুখোমুখি হয়েছেন গ্রীন বাংলা নিউজের প্রতিনিধির। শুনিয়েছেন তার সফলতার গল্প। সাক্ষাতকারটি নিয়েছেন গ্রীন বাংলা নিউজের নিজস্ব প্রতিবেদক।
প্রতিবেদক : বিজয়ী নারী উদ্যোক্তা হওয়ার এর শুরুর গল্পটা জানতে চাই-
উত্তরঃ- তানিয়া ইশতিয়াক খান পরিচালিত চাঁদপুর প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন বিজয়ী তে আমি প্রথম আসতে পারি বিজয়ীর এডমিন মারিয়া ইসলাম রাএির মাধ্যমে।
আলহামদুলিল্লাহ এর পর এক এক করে ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করেন বিজয়ী এর ফাউন্ডার। তানিয়া আপুর কথা কি বলবো, যত বলবো ততই কম হয়ে যাবে,আপু চাঁদপুরের নারী জাগরণের অগ্রদূত। আমাদের জাগরনের মূল ভূমিকায় রয়েছে তানিয়া ইশতিয়াক খান। আপুর জন্য অনেক ভালোবাসা।
প্রতিবেদকঃ আপনার পন্য সম্পর্কে বলুন-
উত্তর- আমার হাতের তৈরি কাঠের গহনা,হিজাব পিন,ফুলের গহনা,ইত্যাদি।প্রতিবেদকঃ আপনার ব্যবসায়িক অবস্থান কীভাবে বেড়েছে, ভবিষ্যত পরিকল্পনা কি-
উত্তর -আলহামদুলিল্লাহ বিজয়ী থেকে ট্রেনিং নিয়ে আমার এ-ই পথ চলা।বিজয়ী পাশে থেকে অনেক দূর এগিয়ে যেতে চাই।
আমি বিজয়ী এর মত উদ্যোক্তা ও বিজনেস এর চেয়েও সামাজিক কর্মকান্ডের সাথে বেশি জড়িত। আমি সুবিধাবঞ্চিত দের নিয়ে কাজ করতে ভালোবাসি। তাই আমার ভবিষ্যত চিন্তা ভাবনায় ওদের নিয়ে। আমি একটা কারখানা করবো যেখানে কাজ করবে সুবিধাবঞ্চিত মানুষেরা। তাদের কর্মব্যবস্থানের একটি সুযোগ করে দেয়াই আমার ভবিষ্যৎ লক্ষ্য।
প্রতিবেদকঃ নারী হিসেবে ব্যবসা করতে এসে কোনো ধরনের প্রতিবন্ধকতার সন্মুখীন হয়েছেন কি?
উত্তরঃ নাপ্রতিবেদকঃ উদ্যোক্তা হওয়ার পেছনে সবচেয়ে বেশি কার সহযোগিতা ও উৎসাহ পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন?
উত্তরঃমারিয়া ইসলাম রাএি কাজ থেকে অনেক উৎসাহ পেয়েছি, আর আমার স্বামী অনেক সাপোট করেছে।
প্রতিবেদক- নতুন নারী উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কি?
উত্তর-এই টাই বলবো,মনে সাহস রাখবে,কোনো বাধা তোমাকে আটকে ধরে রাখতে পারবে না। বিজয়ী এর হাত ধরে এগিয়ে যাও ইনশাআল্লাহ এক দিন অনেক ভালো কিছু পাবে।
আপডেট টাইম : বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২, ১৯৩ বার পঠিত