মেহেদী হাসান ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে ভর্তুকি মূল্যে দুটি হারভেস্টার মেশিন (ধানকাটা যন্ত্র) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা চত্বরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে দুইজন কৃষকের মাঝে এই হারভেস্টার মেশিন (ধানকাটা যন্ত্র) চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:রিয়াজ উদ্দিন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানাজায়,ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম ও আলাদিপুর ইউনিয়নের কৃষক আবুল কালাম আজাদ কে ৩২ লক্ষ টাকা মুল্যের একটি মেশিন,পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে ১৫ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষক এসএম আবু বক্কর সাইফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা, রুম্মান আক্তার আক্তার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান,বাংলা মার্ক লি: এর আঞ্চলিক ব্যাবস্থাপক (বিক্রয়) আর এসএম মো:জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১