রাউজান প্রতিনিধি:
রাউজানে সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরীর মাতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা মরহুম এ.কে.এম ফজলুল কবির চৌধুরীর সহধর্মীনি মরহুমা সাজেদা কবির চৌধুরীর ২০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে রাউজান গহিরায় বক্সে আলী চৌধুরী বাড়ীস্থ মসজিদে খতমে কোরান, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অপরদিকে চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমিরউদ্দীন পারভেজ এর নেতৃত্বে মরহুমা সাজেদা কবির চৌধুরীর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ছাড়াও সমিতির দাযিত্বশীল কর্মকর্তা মধ্যে এডভোকেট এস.এম শাহেদ উল্লাহ জনি, আমীনুল হক চৌধুরী , ফরিদুল আলম, আবদুর রহিম বাদশা, সিরাজ উদ্দিন চৌধুরী, আবিদ হোসেন মানু, সাইফুল ইসলাম খোকা, আনোয়ার কোং, মোহাম্মদ আলী, শফিউল আজম, সৈয়দ হোসেন কোম্পানী, কামাল উদ্দিন চৌধুরী, মোঃ সেকান্দর হোসেন চৌধুরী, মো. রাশেদুল ইসলাম মো. সরোয়ার, এস এম ইকবাল তালুকদার, ইব্রাহিম কোম্পানি, হারুন কোম্পানি, আজাদ কোম্পানি সহ ১৫ উপজেলার চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি মালিকগণ উপস্থিত ছিলেন।