রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজান পৌর আওয়ামীলীগের দোয়া মাহফিল ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসব খাবার বিতরণ করা হয়েছে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর জম্মদিন উপলক্ষ্যে।রোববার দুপুরে পৌর আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইরফান আহম্মেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী,কাউন্সিলর শওকত হাসান, ড়জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মুছা আলম খাঁন, মহিলা কাউন্সিলর জেবুন্নেছা,আলহাজ্ব নুরুল আমিন,যুবলীগ নেতা হাসান মোঃ রাসেল, জাবেদ রহিম,জিয়াউল হক রোকন,ইখতিয়ার, আরিফুল ইসলাম,আজাদ খান, নুরুল আলমসহ অনেকেই।