রাউজান প্রতিনিধি:
রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর জম্মদিন উপলক্ষ্যে ইউপি সদস্য মোজাম্মেল হক কোখনের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিমখানয় খাবার বিতরণ করা হয়েছে।রোববার দুপুরে হারিছখান পাড়ায় একটি এতিমখানায় অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু,ইউপি সদস মোজাম্মেল হক খোকন, যু্বলীগ নেতা আজিজ উদ্দিন ইমু, মাসুদুল আলম, ইসহাক ইসলাম, এনামুল হক এনাম, জিয়াউল হক, হাবিবুল জাকারিয়া,সাইফুল ইসলাম,নুর কবির,ফজল কাদের, ফরিদুল আলম, আহম্মদ ছগির, আব্দুল কাদের, মোঃ শফি, মোহাম্মদ বাবুল, মানিক, আবু তৈয়বু, জাবেদ, জামাল, মফিজুল হক বাচ্চু, জয়নাল আবেদীন, মোহাম্মদ রাজা মিয়া, কোরবান আলী, সাহেদসহ অনেকেই। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মঈন উদ্দিন।