পিরোজপুর প্রতিনিধি ঃ
পিরোজপুরে এইসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সকাল সাড়ে নয়টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ সেন্টারে ও পিরোজপুর সরকারি মহিলা কলেজ সেন্টারে পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক এর সার্বিক সহযোগিতায় সার্জিকাল মাস্ক, কলম, খাবার পানি, স্কেল ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় তারা পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয় খোঁজখবর নেন ও যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এ সময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি।