আবদুল কাদির জীবন, সিলেট মহানগর প্রতিনিধি ঃ মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘ক্যালিগ্রাফি মানবের সুপ্ত প্রতিবার বহিঃপ্রকাশ ঘটায়। সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি ক্যালিগ্রাফি শিল্প নিয়ে যে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। এটা সুস্থ সংস্কৃতি সুন্দর সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
গতকাল রবিবার (৬ নভেম্বর ২০২২) বিকেল ৬ ঘটিকার সময় সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে মৌলবী বাজার হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ মসজিদে মহানবী (স.) এর মহর সম্বলিত ক্যালিগ্রাফি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কবি ও সংগঠক দেওয়ান এ.এইচ মাহমুদ রাজা চৌধুরী, সহ-সভাপতি ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সহ-প্রচার সম্পাদক আবদুল কাদির জীবন, শিক্ষা সম্পাদক আবুল হাসান, সদস্য গল্পকার সেলিম আউয়াল।
মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ মসজিদের পক্ষে মহানবী হযরত মোহাম্মদ (স.) এর মহর সম্বলিত ক্যালিগ্রাফি গ্রহণকালে উপস্থিত ছিলেন, সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ মসজিদের মোতায়াল্লী সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, খতিব মুফতি শেহাব উদ্দিন, পেশ ইমাম শামীম আহমদ, ছানি ইমাম আব্দুল হান্নান, মুয়াজ্জিন মোস্তাক আহমদ, সৈয়দ রেদওয়ান আলী, মোতায়াল্লী অফিসের ম্যানেজার ফজলুল আলম চৌধুরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার ফখরুল ইসলাম, ইকবাল আহমদ, এড. হাবীবুর রহমান (মুকুল), মসজিদ কমিটির সদস্য আব্দুল খালিক, সৈয়দ সাহেদ আলী, শেখ মোঃ ইলিয়াছ, মৌলভীবাজার পৌরসভার সাবেক ইন্জিনিয়ার আবুল হোসাইন, আনসার আহমদ, সৈয়দ মেহবুব মোর্শেদ, বাবুল আহমদ, জসীম উদ্দিন, আশরাফ মিয়া, মোঃ দিপু প্রমুখ।