এমপির জম্মদিনে রাউজানে মানবিক কর্মসূচী পালন করলেন মেয়র জমির উদ্দিন পারভেজের

 

রাউজান প্রতিনিধিঃ রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ৬৯তম জন্ম বার্ষিকীতে রাউজান পৌরসভা মসজিদে দোয়া মাহফিল ও মসজিদের ইমাম-মোয়াজ্জিম, এতিমখানার শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের উপহার দিয়েছে। গতকাল ৬ নভেম্বর রবিবার দুপুরে পৌরসভার পক্ষে মেয়র জমির উদ্দিন পারভেজ এভাবে রাউজানের শীর্ষ এই নেতার জন্মদিন পালন করেছে। এদিন পৌরসভার এই কর্মসূচিতে বিতরণ করা হয় দুস্থদের মাঝে খাবার। এছাড়া পৌরসভার মিলানায়তনে এলাকার অর্ধশত অন্ধ হাফেজ, প্রতিবন্ধি ও মাদ্রাসার ছাত্রদের আপ্যায়ন করিয়ে উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া রাউজান উপজেলা আওয়ামীলীগ, কৃষক লীগ, যুবলীগ সেচ্ছাসেবক লীগ, পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে সংসদের জম্মদিন পালন করা হয়। এসব অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সাধারন সম্পাদক কফিল উদ্দিন, মেয়র জমির উদ্দিন পারভেজ, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, পৌর কৃষকলীগের সভাপতি আলী আজগর, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, সেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম সুমন, যুগ্ম আহবায়ক শওকত হোসেন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাছিমা আকতার, জান্নাতুল ফেরদৌস ডলি, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, যুবলীগ নেতা আবু ছালেক, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, সাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, আরফানুল ইসলাম আবির প্রমুখ। মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, রাউজানের সংসদ একজন মানবিক নেতা। তার মানবিক কর্মকান্ডকে স্মরণীয় করে রাখতে জম্মদিনে পুরো রাউজান জুড়ে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ উৎসব মূখর পরিবেশে নানা কর্মসূচী নিয়ে দিনটি পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ১:৫২)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০