এসময় প্রেসিডিয়াম মেম্বার একরামুল হক গাজী লিটন, ডা. রাশেদা চৌধুরী, অধ্যাপক শুভঙ্কর দেবনাথ. সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, নতুনধারার চেয়ারম্যান-এর উপদেষ্টা রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান ববী হক, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, যুগ্ম মহাসচিব হাসিবুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তরা এসময় আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি-ই বাংলাদেশের রাজনীতিতে একমাত্র রাজনৈতিকধারা, যারা গণদাবি বাস্তবায়নে নিরন্তর রাজপথে থাকে, থাকবে ইনশাল্লাহ। তার প্রমাণ- দ্রব্যমূল্য-গ্যাস-বিদ্যুৎ-তেলে
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ দেশের মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি দেশ স্বাধীন হওয়ার পর কৃষকদের দাবি নিয়ে ঐক্যবদ্ধ করতে থাকেন কৃষক-কিষাণীদেরকে। পরবর্তী বাংলাদেশ কৃষক ফেডারেশন-এর প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার-এর সাথে সংগঠিত করতে থাকেন নির্যাতিত-বঞ্চিত কৃষকদেরকে এবং কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতিরও দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে তিনি নতুনধারা বাংলাদেশ এনডিবিতে যোগ দেন।