এমপি এবি এম ফজলে করিম চৌধুরী রাউজানে কোনো জমি যেন পতিত না থাকে-বেশি বেশি ফসল উৎপাদন করতে হবে

 

শাহাদাত হোসেন সাজ্জাদ,রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানে প্রান্তিক এক হাজার এক শত কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধানের বীজ,সরিষা ও বিভিন্ন সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন,রাউজানে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।কৃষকদের বেশি বেশি ফসল উৎপাদন করতে হবে।কোনো জমি যেন পতিত না থাকে।যার জমি পতিত থাকবে,সেই জমিতে কৃষক চাষাবাদ করবে।তিনি সোমবার ( ০৭) সকালে রাউজান উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের মাঠে কৃষকদের বিনামূল্যের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তিনি রাউজানে যেসব জমি অনাবাদি রয়েছে, সমবায় সমিতি গঠন করে সে সব জমি চাষাবাদের আওতায় আনতে প্রশাসন, কৃষি কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিদের নির্দেশনাও দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সমুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সন্ধ্যা ৬:৪৪)
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১