নাঈম মিয়াজী:
চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতির ঘটনার তিন দিনের মধ্যে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গত ৪ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ২ টায় মতলব উত্তর থানার সুলতানাবাদ ইউনিয়নে বেড়ীবাঁধের পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে কয়েকটি গাছের গুড়ি রাস্তার উপর ফেলে রাস্তা একটি পিকআপ গাড়ী গতি রোধ করে ড্রাইভারকে দাড়ালো অস্ত্র দিয়ে আহত করে এবং অন্যান্যদেরকে জিম্মি করে নগদ টাকা ও ৩টি মোবাইল ফোনসেট নিয়ে যায়।
এ ঘটনার পরে চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, বিপিএম-বার ও অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায় সার্বিক দিক নির্দেশনায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) মোঃ আবু হানিফের সঙ্গীয় ফোর্সের চৌকস দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৩ দিনের মধ্যে ডাকাতদের সনাক্তকরে গ্রেফতার অভিযান পরিচালনা করে,
মোঃ মোক্তার হোসেন (২৪) মোঃ নাহিদ গাজী(২৬) শরীফ বেপারী(৩০) মোঃ শরীফ(২০) মোঃ হোসেন প্রকাশ ছিডু ছৈয়াল(২৪)কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, তিনটি বড় লোহার ছুরি ও একটি লোহার তৈরী চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারসহ আরো লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন