ফরিদগঞ্জে  পাইকপাড়া (দঃ) ইউপি নির্বাচনে  ৭১ জন প্রার্থীর মনোনয়ন  বৈধ ঘোষনা

 

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জঃ

চাঁপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ ও মেম্বার পদে ৫০ জন,সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ জনসহ মোট ৭১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার (৭ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই বাচাই কালে সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডের কামরুল হাসান নামে একজনের মনোনয়ন বাতিল হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের কামরুল হাসান স্বাক্ষর সংক্রান্ত কারণে মনোনয়ন বাতিল হয়েছে। অন্য সকলের মনোনয়ন বৈধ হয়েছে।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ন জন যথাক্রমে আওয়ামীলীগ প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির কাজী, মো. ফারুক আহমেদ, শেখ মোদাচ্ছের অপু, হোসাইন আহমেদ রাজন শেখ, রমজান আলী খান, মো. হেলাল উদ্দিন, কাজী ইকবাল হোসেন পিন্টু ও রেজাউল করিম সবুজ প্রতিদ্বন্বিতা করছেন।

এছাড়া সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৮জন,২ নং ওয়ার্ডে ৪জন, ৩ নং ওয়ার্ডে ৭জন, ৪ নং ওয়ার্ডে ৬জন, ৫নং ওয়ার্ডে ৫জন,৬ ওয়ার্ডে ৫ জন, ৭ নং ওয়ার্ডে ৫ জন,৮ নং ওয়ার্ডে ৪ জন ও ৯ নং ওয়ার্ডে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংরক্ষিত ১নং ওয়ার্ড (মহিলা) ৫ জন, সংরক্ষিত ২নং ৪ জন, সংরক্ষিত ৩নং ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ ১৩ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ১২:৫৮)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১