রাউজান প্রতিনিধি:
রাউজানে কেন্দ্রীয় সার্বজনীন রাস বিহারী ধাম মন্দির প্রাঙ্গণে পাঁচ দিন ব্যাপী রাস মহোৎসব রোববার থেকে শুরু হয়েছে। সার্বজনীন রাস লীলা মহোৎসব উপলক্ষে সার্বজনীন রাস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,লীলা প্রদর্শনী ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ। সোমবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি।তিনি তার বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ নিশ্চিন্তে ধর্ম পালন করছে। রাউজানেও সকল ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসাথে বসবাস করেন। কেউ এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না।সভাপতিত্ব করেন রাউজান সার্বজনীন রাস বিহারী ধামের সভাপতি ও পৌর ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত। অনুপম দাশগুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত, রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হারুন, রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে,কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, দিলিপ কুমার চৌধুরী, এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। ধর্মীয় বক্তা ছিলেন অধ্যাপক রাজীব বিশ্বাস ও শ্রীল অদ্বৈতদাস বাবাজী। উপস্থিত ছিলেন উজ্জ্বল দাশগুপ্ত, প্রমথ দাশগুপ্ত, তাপস দাশগুপ্ত, নেপাল দাশগুপ্ত, বিকাশ দাশ,জয় ভট্টাচার্য, রুবেল দাশ,তুহিন গুহ, অনিক দাশ প্রমুখ।এই উৎসবকে ঘিরে রাস বিহারী ধাম মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা। পাঁচ দিনের এই উৎসব শেষে হবে বৃহস্পতিবার।