পিরোজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ আয়োজন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

 

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ আয়োজন উপলক্ষে প্রস্ততিমূলক সভা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, এনএসআই এর যুগ্ম পরিচালক আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সিনিয়র সাংবাদিক গৌতম রায় চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। আমাদের এই মেলার উদ্দিশ্য হচ্ছে বিভিন্ন বিষয় উদ্ভাবনী বিষয়গুলোকে প্রদর্শন করা। সরকারের ডিজিটাল কার্যক্রম জণসাধারণের মধ্যে তুলে ধরা। এদের মধ্যে যেমন ইউনিয়ন ডিজিটাল সেন্টর, প্রশাসনের ই সেবা কেন্দ্র, অনলাইন জিডি, অনলাইনে জমির মিউটেশনের আবেদন করা, অনলাইনে ভর্তিও আবেদন করা, অনলাইনে চাকুরীর আবেদন করা সহ বিভিন্ন অনলাই সেবার কার্যক্রমের মান আরো গতিশীল করা। এসব সেবার মান আরো আধুনিকী করণ এর জন্য ডিজিটাল উদ্বোধনী মেলার আয়োজন করা।

আগামী ১৮ ও ১৯ নভেম্বর পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর আয়োজন করা হয়েছে। বিভিন্ন সরকারী বেসরকারী শতাধিক স্টল মেলায় অংশগ্রহণ করবে।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ২:২৬)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০