ফরিদগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

 

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায়  উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।

বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করতে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে উক্ত মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে জনসাধারণক কিভাবে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়াতে এর আয়োজন করা হয়।

মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজিটাল পণ্য এবং ডিজিটাল সেবা নিয়ে ১৯ টি স্টল স্থাপন করা হয়েছে।

উদ্বোধন শেষে মেলার স্টল ঘুরে দেখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা, সহকারি কমিশনার ভূমি আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জিএস তসলিম আহমেদসহ বিভিন্ন অতিথি বৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (দুপুর ১:৫৫)
  • ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০