শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা : যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসদরের হাসপাতাল রোডের মুখে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম (৫৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তিনি যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের বারিক’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০.৪৫ মিনিটের সময় ঝিকরগাছা পৌরসদরের হাসপাতাল রোডের মুখে বেনাপোলগামী কয়লা ভর্তি ট্রাক (যশোর ট ১১-২০১৩) ও হাসপাতাল রোড হতে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল (যশোর হ ১৮-১৮৭৩) চালক তার নিজ বাসায় যাওয়ার পথিমধ্যে মহাসড়কের উপর মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম নিহত হন। ঘটনার সম্পর্কে জানতে পেরে তাৎক্ষনিক থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হন কিন্তু ঘটনার ১ঘন্টা পরে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ উপস্থিত হতে দেখা গেছে।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, সকালে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনার সাথে সংপৃক্ত শার্শা উপজেলার পশ্চিমকোর্টা গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে ড্রাইভার কবিরুলকে থানা পুলিশ আটক করেছ। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।