রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি:
অনাবাদি পতিত জমি চাষের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার।এ জন্য ‘রাউজানের প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকার কৃষকদের নিয়ে মতবিনিময় সমাবেশ করেছেন রাউজান প্রশাসন।
গতকাল শনিবার সকালে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী কৃষকদের অনাবাদি পতিত জমি,খালের পাড়ে ও বসতবাড়ির আঙিনায় বিভিন্ন ধরণের গ্রীষ্মকালীন শাক সবজির চাষাবাদ করতে আহ্বান জানান। তিনি বলেন,নিজেদের চাহিদা মিটিয়ে অবশিষ্ট সবজি বাজারে বিক্রি করতে পারে।পতিত জমিতে চাষাবাদ করতে কৃষকদের সব ধরনে সহযোগিতা করা হবে।রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান,স্বপন দাশ গুপ্ত,পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি,এডভোকেট দীলিপ চৌধুরী।আলোচনা সভা শেষে কৃষকদের শীতকালীন শাক সবজি ও কচু বীজ বিতরণ করা হয়।এছাড়া দুইজন কৃষককে পাওয়ার থ্রেসার যন্ত্র প্রদান করা হয়।