মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের শত বছর উদযাপনের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ২০২৩ সনের ১১ই ফেব্রয়ারী শনিবার ও ১২ই ফেব্রয়ারী রবিবার শতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উদযাপন কমিটির আহব্বায়ক প্রাক্তন ছাত্র উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব পৌর মেয়র মাহমুদ আলম লিটন,উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক সাবেক প্রধান শিক্ষক বিরেন্দ্রনাথ সরকার,সাবেক অধ্যক্ষ নাজমুল হক,কমিটির সদস্য সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল,উপাধক্ষ শাহ মো:আব্দুল কুদ্দুস,নিবন্ধন উপ-কমিটির আহব্বায়ক পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুলহুদা চৌধুরী লিমন,সদস্য সচিব প্রাক্তন ছাত্র নিরঞ্জন চন্দ্র সরকার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেনসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
মোবাইল;০১৭৭০০৭০১১১