মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরে, উপজেলা প্রশাসন আয়োজিত মেলা উদ্বোধন করা হয়,যা সন্ধা পর্যন্ত চলে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল প্রমুখ।
এসময় সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বে-সরকারী ও ব্যক্তিগত উদ্ভাবনী স্টল লক্ষ করা গেছে।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১