রাউজানে কৃষক-কৃষাণি’র মুখে হাসি ফোটাতে ধান কেটে দিলো কৃষক লীগ

 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানে কৃষকের ঘরে ঘরে চলছে আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব।মাঠে মাঠে শুরু হয়েছে আমন ধান কাটার ধুম।নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত গ্রাম বাংলার প্রান্তিক কৃষক- কৃষাণিরা।আগাম জাতের রোপা আমন ধানের ফলন ভাল হওয়ায় কৃষক- কৃষাণিরা খুশি।তবে অনেক কৃষক আছেন যারা অনেক কষ্ট করে জীবনযাপন করছেন।নিজেরাই পরিশ্রম করে জমি চাষ ও পরিচর্যা করে সোনালী ফসল ঘরে তুলতে।আবার অনেকেই জমিতে চাষ করে টাকা জন্য শ্রমিক দিতে না পেরে নিজেরাই জমি থেকে ধান কেটে আনেন।এমনই কিছু অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন রাউজান উপজেলা ও পৌর কৃষক লীগ।কৃষক-কৃষাণির মুখে হাসি ফোটাতে ধান কেটে দেওয়ার এ উদ্যোগ গ্রহণ করেছেন তারা।শুক্রবার (২৫ নভেম্বর) রাউজান পৌর ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় ধান কাটার উৎসব আয়োজন করা হয়।ধান কাটার এ উৎসব উদ্বোধন করেছেন রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কৃষি অফিসার ইমরান হোসাইন, চট্টগ্রাম জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম সাজ্জাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন,রাউজান পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক এরশাদ, লক্ষীকান্তি দাশ সহ কৃষক লীগের নেতৃবৃন্দরা।কৃষক লীগের এ সহযোগিতা পেয়ে অনেক আনন্দিত কৃষক জাহাঈীর আলম।রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন, রাউজানে এবার ১২ হাজার ২শত ৩২ হেক্টর জমিতে আমন ধানের চাষা আবাদ হয়েছে।ফলনও হয়েছে ভালো।এখন কৃষকেরা পাকা আমন ধান ঘরে তুলতে ধান কাটা শুরু করেছে।কৃষকেরা ধান ঘরে তুলার পর সরিষা, ভুট্টা,গম ও শীতকালীন সবজি আবাদে প্রস্তুতি নিচ্ছেন।দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দেওয়ায় কৃষক লীগকে ধন্যবাদ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সন্ধ্যা ৬:২৬)
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১