রাউজানে কার্তুজ-নগদ অর্থসহ বিছিন্নতাবাদী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট সদস্য আটক

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি. রাউজান থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ রাউ- কার্তুজ ও কার্তুজ বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে।গত ২৪ নভেম্বর রাত ১০টায় রাউজানের পাহাড়তলী ইমাম গাজ্জালী কলেজের সামনে এক আদিবাসী যুবকের দেহ ও ব্যাগ তল্লাশী করে এসব কার্তুজ ও নগদ পাওয়া যায়।থানার এসআই অজয় দেব শীল জানায়,গত ২৪ নভেম্বর রাত ১০টায় গোপন সূত্রে তারা জানতে পারে কাপ্তাই সড়ক পাশে ইমাম গাজ্জালী কলেজের সামনে এক আদিবাসী যুবক কাদে ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছে। সংবাদ পেয়ে সেখানে গিয়ে ওই যুবকের দেহ ও ব্যাগ তল্লাশী করে গায়ের জ্যাকেটের ভিতর পলিথিনে মোড়ানো ১৪ রাউ- কার্তুজ ও ৩০ হাজার টাকা উদ্ধার করে। জানা যায় আটক পাইথুইচিং মারমা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার গংব্রা মারমার পুত্র। তার নামে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষে ২৬ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণ জানান, আটক যুবক পার্বত্য পাহাড়ী এলাকার নতুন বিছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্য।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ১০:২০)
  • ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই রমজান, ১৪৪৫ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১