আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে তর্ক, বন্ধুর হাতে বন্ধু খু’ন

চাঁদপুরে বিশ্বকাপ খেলা নিয়ে তর্কের জেরে বরকত বেপারী (১৮) নামে এক বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু মেহেদী হাসান। এ ঘটনায় অভিযুক্ত বন্ধুকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে সদর উপজেলার বাগাদি ইউনিয়নের দক্ষিণ নানপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মেহেদী হাসান নানপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে ও অভিযুক্ত বরকত বেপারী একই এলাকার ফরিদ বেপারীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বন্ধু ব্রাজিল সমর্থক আরেক বন্ধু আর্জেন্টিনার সমর্থক। রাতে ব্রাজিলের সমর্থক মেহেদী হাসান ও আর্জেন্টিনার সমর্থক বরকত বেপারী বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে বরকত বন্ধু মেহেদীকে ছুরি দিয়ে আঘাত করে।

পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মেহেদী হাসানের বাবা হেলাল উদ্দিন বলেন, আমার ছেলের খুনির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

চাঁদপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ঘাতককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (সকাল ৬:৫৯)
  • ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১