নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাভেল ব্যবসায়িকে হয়রানি করার জন্য মিথ্যা প্রেসক্লাবে হামলার নাটক সাজিয়ে হয়রানি করার অভিযোগ কথিত কয়েকটি অনলাইন পত্রিকার প্রতিনিধিদের বিরুদ্ধে। অভিযোগ সুত্রে জানায়ায়, সান্তাহার ষ্টেশন রোডে অবস্থিত মো. নয়ন হোসেন এর মা-বাবা ষ্টেশনারী দোকান ও মেরাজুল ইসলামের নোমান ট্রাভেল এজেন্সি পাশাপাশি হওয়ায় দির্ঘদিনের শত্রুতার জের ধরে তাকে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ প্রাণনাশের হুমকি দিত। শত্রুতার জেরে গত (২৯ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় শান্তাহারে মেরাজুল ইসলামের নোমান ট্রাভেল এজেন্সিতে মা-বাবা ষ্টেশনারী দোকানের মালিক কথিত অনলাইন পত্রিকার আদমদিঘী উপজেলা প্রতিনিধি নয়ন হোসেন ও তার সহযোগী নিহাল আহমেদ প্রান্ত (২৭), রাকিবুল হাসান রাকিব (৩২), নাইম হোসেন (২৭) বুলবুল আহমেদ (৩৪) সহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন অবৈধভাবে অফিসে প্রবেশ করে হুমকিধামকি প্রদান সহ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। মেরাজুল ইসলাম চাঁদা দিতে অস্বীকার করলে অফিস ভাংচুর সহ মারপিট করে। অফিসের সামনে লাগানো সাইনবোর্ড ভেঙে ফেলে রাস্তার পাশে ফেলে দেয়। চিৎকার শুনে স্থানীয়রা এসে মেরাজুল ইসলামকে আহত অবস্থায় জরুরি চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য কথিত অনলাইন পত্রিকার আদমদিঘী উপজেলা প্রতিনিধি নয়ন হোসেন সান্তাহার প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হওয়ায় প্রেসক্লাবে দরজা ভাঙ্গার অভিযোগ বানিয়ে কয়েকটি অনলাইন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করে যা সম্পূর্ণভাবে বানোয়াট ও ভিত্তিহিন।
সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া ঘঠনার সময় প্রেসক্লাব অফিসে কেউ ছিলেন না বলে সত্যতা নিশ্চিত করেন।
আদমদীঘি থানার ওসি রেজাঊল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো কোন থানায় অভিযোগ হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।