হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসাবে ঘোষণা দিলেন হাবিবুর রহমান বেগ

 

হাইমচর প্রতিনিধিঃ

আগামী ১০ ডিসেম্বর হাইমচর উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ।

সাংবাদিক সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোঃ হাবিবুর রহমান বেগ তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে লালন করে ছাত্রলীগ ও যুবলীগের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি শুরু করি তার পর হাইমচর উপজেলা আওয়ামী লীগের সদস্য অন্তর্ভুক্ত হই আমি দলের সেই দুঃসময় থেকে অদ্যাবধি এদলের রাজনীতি করছি।।
জীবনে কোনো দিন কোনো লোভ লালসার প্রতি নজর দেইনি এবং দীর্ঘ ৩ বার আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আজো কেউ বলতে পারবে না, দলের সাইনবোর্ড ব্যবহার করে দলের সুনাম নষ্ট করেছি। ইনশাআল্লাহ আগামীতেও আমি দলের সুনাম অক্ষুণ্ণ রেখে এই দলের রাজনীতি করতে চাই। দল আমাকে কোনো পদে রাখুক বা না রাখুক আমার জন্ম আওয়ামী পরিবারে, আমৃত্যু এ দলের রাজনীতি করবো। তিনি বলেন, আমি দলের তৃণমূল নেতাকর্মীদের চাহিদার প্রেক্ষিতে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী হয়েছি। আশা করছি শীর্ষ নেতৃবৃন্দ আমার সকল দিক বিবেচনা করে আমাকে দলের উক্ত পদে অধিষ্ঠিত করবেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (দুপুর ২:৩৩)
  • ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০