রাউজান প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী ( স.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ( ক.)’র ৯৪তম খোশরোজ শরীফ পালিত হয়েছে।এ উপলক্ষে গতকাল-শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতে আল কোসাইসস্থ মিলাদ মাহফিল,তাওয়াল্লাদে গাউছিয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশেকানে হক ভান্ডারী আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাবেদ চৌধুরী। মোহাম্মদ আলমগীর এর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন মোঃ এরশাদ হোসাইন, নাত রাসুল পরিবেশন করেন মোঃ রবিউল হুসাইন,মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন মোঃ আবুল বশর শাহেদ। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ রমজান আলী, বিশেষ আলোচক ছিলেন মোঃ আইয়ুব আলী।সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর জীবনী আলোচনা করেন মোঃ মোকতার হোসেন।উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ রাশেদ জাকের, মোঃ আবুল কালাম, ইসহাক, মিজান, ইয়াসিন, সাইফুল, আনিস, আবু বক্করসহ অনেকেই।শাজরা শরীফ ও মিলাদ কিয়াম করেন মোঃ আলমগীর।মাহফিলে বক্তারা বলেন হযরত মোহাম্মদ(স.) এর জীবনাদর্শ ছিলেন সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে।আমরা আজকে একটু গভীর ভাবে মন যোগ দিলে দেখি বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) মানুষ কে হকের পথে জীবন পরিচালনা করার জন্য সব সময় তাগিদ দিয়েছেন।তিনি মানবতার অগ্রগতিতে ছিলেন অটল,যাহা আজকে গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর জীবনাদর্শ দেখলেই বুঝা যায়।মুলত এটি হচ্ছে হযরত মোহাম্মদ( স.)’র জীবনাদর্শ। মিলাদ কিয়াম ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে মুনাজাত করা হয়।পর আগত আশেক ভক্তের মাঝে তাবরুক বিতরণ করা হয়।