তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় ৮০লিটার চোলাই মদসহ সিআর মামলায় পলাতক ৪জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার কলমা ইউপির চকরতিরাম গ্রামের সুনিল হেমরমের পুত্র নিপেন হেমরম(৪৫) কে ৭০লিটার দেশীয় চোলাই মদ ও একই ইউপির কেওয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র ছয়মুদ্দিন(৫৫)কে ১০লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এছাড়াও সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীরা হলেন, তানোর পাড়া গ্রামের মকসেদ আলীর পুত্র রতন মন্ডল ও নিজামপুর গ্রামের তরণী কান্ত মন্ডলের পুত্র নিরেন চন্দ্র মন্ডল(৪৭) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।