ইউসুফ পাটোয়ারী লিংকনঃ
কাতার প্রবাসী ব্যবসায়ী ও গীতিকার জসীম উদ্দিন আকাশের মালিকানা বাংলাদেশের প্রতিষ্ঠান বিডি২৯ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত বাংলা চলচ্চিত্র কথা দিলাম এর আনুষ্ঠানিক প্রচারণা কাতারের রাজধানী দোহা থেকেই শুরু করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি ২০২৩ সালে চলচ্চিত্রটির মুক্তির দিন ধার্য করা হয়েছে।
স্থানীয় সময় রববিবার রাতে কাতারের রাজধানী দোহা আল মারকিয়ায় বাংলা চলচ্চিত্র কথা দিলাম এর লোগো যুক্ত টি-শার্ট গায়ে জড়িয়ে প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাতার সফরত জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকন, দুই বাংলার জনপ্রিয় কন্ঠ শিল্পী আকাশ সেন, বিডি২৯ মাল্টিমিডিয়ার কর্ণধার জসীম উদ্দিন আকাশ, বিডি২৯ মাল্টিমিডিয়ার ব্রান্ডিং ম্যানেজার আনোয়ার হোসেন মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাতারের রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক, ব্যবসায়ী ও কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল জলিল, মোহাম্মদ এনামুল হক, খাইরুল আলম সাগর, মোজাম্মেল হোসেন সোহাগ, ইসমাইল ইমু, আতিকুল মাওলা মিঠু, সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন, আকবর হোসেন বাচ্চু, এম এ সালাম, আহসান উল্লাহ সজীব, সাদ্দাম হোসেন, সৈয়দ আরিফ উদ্দিন, রাজা রাজিব, আনাস উদ্দিন জারিফ, কন্ঠ শিল্পী ইসরাক আলিম আপন প্রমুখ।