শাহাদাত হোসেন,রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধিঃ দেশের বাইরে মধ্যপ্রাচ্যে সহ বিভিন্ন দেশে ব্যবসা করে বৈধ রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের বিভিন্ন দেশে থাকা চট্টগ্রাম জেলার ২২জন প্রবাসী সিআইপি নির্বাচিত হয়েছে।এরমধ্যে ৮জন রাউজানের প্রবাসী।চট্টগ্রাম জেলার ২২ জন সিআইপিদের মধ্যে রয়েছে জাপান, ইতালী ,যুক্তরাজ্যে,মালয়েশিয়া,গ্রীস,থাইল্যাান্ড,সৌদি আরব, রশিয়া মালদ্বীপ, সুইডেন, দুবাই, ওমান, কাতার, কুয়েত, বাহরাইনে।ওমানের চট্টগ্রাম সসিতির সভাপতি রাউজানের চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা এলাকার আলম শাহ্ চৌধুরী বাড়ির ইয়াসিন চৌধুরী ৭বারের মত সিআইপি নির্বাচিত হন।অন্যান্য সিআইপিরা হলেন
মোহাম্মদ ফরিদ, প্রকাশ শেখ ফরিদ, মোহাম্মদ সেলিম, আবুল কাসেম, জসিম উদ্দিন, ইউনুছ মিয়া চৌধুরী, শামশুল আজিম আনসার, তৌহিদুল আলম, মোরশেদুল ইসলাম, নুরুল আমিন , কবির আহম্মদ, মোঃ শফি, এস এম জসিম উদ্দিন, আবুল হাশেম, এনামুল হক চৌধুরী,জসিম উদ্দিন.মোঃ মোজ্জামেল হোসেন, আবু নাছের রিয়াদ, মোরশেদা কবির , উমর ফারুক, আনিসুল ইসলাম ফখরুল ইসলাম।এদের মধ্যে রাউজান উপজেলার রয়েছে ৮ জন সফল ব্যবসায়ী। ৮ জন সিআইপি”র মধ্যে আরব আমিরাতে ৪জন, ওমানে ৩ জন, কাতারে ১জন। সরকার কতৃক নির্বাচিত সি, আই,পিরা প্রবাসে থাকবস্থায় বিভিন্ন জাতীয় দিবসে দুতবাসে আমন্ত্রিত হবেন। দেশে আসলে সরকাররে যে কোন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে প্রবাসীদের সমস্যা নিরসনে সাক্ষাৎ করতে পারবে।