রাউজানে ৫ হাজার ২২০ জন কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভায়
৫ হাজার ২২০ জন কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরন করা হয়।গতকাল ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রাউজান উপজেলা পরিষদ মাঠে কৃষকের মধ্যে এসব বীজ ও সার বিতরন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইনের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন,
সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, শওকত হাসান চৌধুরী, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন আহম্মদ, রবিন্দ্র লাল চৌধুরী প্রমুখ। রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন জানান, রাউজানে মোট কৃষক রয়েছে ৫ হাজার ২২০ জন।এরমধ্যে ১হাজার ৮০০ কৃষককে ৫ কেজি করে বীজ,১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার পাবে। বাকি ৩ হাজার ৪২০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড বীজ পাবে এবং কোন সার পাবে না ।সর্বমোট ৫২২০ জন কৃষক মোট বীজ ১৫ হাজার ৮৪০কেজি, ডিএপি সার ১৮ হাজার কেজি, এমওপি সার ১৮ হাজার কেজি পাবে। মোট জমি চাষের আওতায় আসবে ৪হাজার ৩১০ কানি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ১:৫৬)
  • ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ