মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
সারা বিশ^ জুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উম্মাদনা,ফুটবলের মহারন। আর এই ফুটবল বিশ্বকাপে প্রিয় দলকে নিয়ে বাংলার ভক্তদের উন্মাদনার যেন শেষ নেই। এই উন্মাদনা দেখছে গোটা বিশ্ব। ভক্তদের উত্তাপ আর উন্মাদনায় বাংলার বিভিন্ন এলাকার বাড়ি, গাড়ি, সড়ক ও সেতু সাজানো হয়েছে পছন্দের দলের পতাকার রঙে।
এবার সেই উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার যুবক অমিত কুমার পাল।
লিওনেল মেসির বড় ভক্ত এই তরুণ, উন্মাদনা ছড়াতে নিজের বিয়ের অনুষ্ঠানের গেট সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে। এরই মধ্যে গেটটি দেখতে বিয়েবাড়ির সামনে ভিড় করছেন আর্জেন্টিনা সমর্থকরা। এতে নিজের বিয়ের আনন্দ আরো বেড়েছে বলে জানিয়েছেন অমিত কুমার পাল।
অমিত কুমার পাল ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়ী (পালপাড়া) গ্রামের অশোক কুমার পালের ছেলে। গত বুধবার (১৪ ডিসেম্বর) ছিল তার গায়েহলুদ অনুষ্ঠান; বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে বিয়ে। হলুদ অনুষ্ঠানের দিনে এমন গেট নির্মাণ করে এরই মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন অমিত।
অমিত জানান, তিনি ব্যবসা করেন। ছোটবেলা থেকে মেসির ভক্ত। এলাকার বড় ভাইদের সঙ্গে বসে মেসির খেলা দেখেই তার কঠিন ভক্ত হয়ে যান তিনি। তাই নিজের বিয়ের গেট আর্জেন্টিনার পতাকার আদলে রাঙানোর পরিকল্পনা করেন।
তিনি বলেন, “আমি একা নই, আমার বাবা অশোক কুমার পালও আর্জেন্টিনার একজন সাপোর্টার। তাই বাবার সঙ্গে আলোচনা করেই এমন গেট নির্মাণ করেছি।”
প্রেরক:
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১