নিউজ ডেস্কঃ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমাদের মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও তাদের আত্মার শান্তির জন্য আবারও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার গঠন করতে হবে। কারণ মুক্তিযুদ্ধের বিরোধী সরকার গঠন হলে শহীদ মুক্তিযোদ্ধা ও যেসব মুক্তিযোদ্ধারা মারা গেছেন তাদের আত্মা কষ্ট পাবে। আর যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তারা আর বেশি দিন বেঁচে থাকবেন না। তাদের মৃত্যুকালে তারা যেন কোনোরকম কষ্ট পেয়ে মারা না যান সেদিকে খেয়াল রাখতে হবে।
শুক্রবার সকালে পিরোজপুরের নাজিরপুর শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের কাছে দেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। নতুবা আমাদের সন্তানরা এ সম্পর্কে সঠিকভাবে জানবে না।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা তাদের জীবনের বিনিময়ে দেশটি স্বাধীন করেছেন। আর এর একমাত্র নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীনের পরে একমাত্র তিনি ও আওয়ামী লীগ সরকার দেশের মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে মূল্যায়ন করেছেন। আজ শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়নসহ বিশ্বের নজিরবিহীন সুবিধা দিচ্ছেন।