সোনারগাঁও থানা বিএনপিতে বিজয়ের দিনে নতুন মেরুকরণ 

মাজহারুল রাসেল :  নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা বিএনপিতে নতুন মেরুকরণের  সৃষ্টি হয়েছে । আজ ১৬ই ডিসেম্বর শুক্রবার বাংলাদেশের ৫১ তম বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা  বিএনপির আয়োজিত রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেন সোনারগাঁও থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের নেতৃত্বে কয়েক হাজার নেতা কর্মী ।
শাহ আলম মুকুলের নেতৃত্বে  নারায়ণগঞ্জ চাষাড়া থেকে এক বিজয় মিছিল নিয়ে ডি আই টি তে বিএনপি’র নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় অফিসের সামনে এসে শেষ হয় । উক্ত বিজয় মিছিলে শাহ আলম মুকুলের সাথে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন,সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরে ইয়াসিন নোবেল , যুবদল নেতা  আশরাফ প্রধান ,যুবদল নেতা হারুনুর রশিদ মিঠু ,আশরাফ মোল্লা ,রবিন ,বাবুল সহ বিএনপির বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন  আহবায়ক কমিটি গঠন হওয়ার পর থেকে সোনারগাঁ থানা বিএনপির ত্যাগী ও যোগ্য নেতারা বর্তমান সোনারগাঁও বিএনপি’র সভাপতি আজারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে গিয়ে সোনারগাঁও থানা বিএনপি’র নতুন প্লাটফর্ম তৈরি করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোনারগাঁও উপজেলার বিএনপি’র  প্রাক্তন রাজনীতিবিদদের মতে বর্তমান সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার বেতনভুক্ত নেতাকর্মীদেরকে বিএনপি’র কমিটিতে রেখেছেন ,কিন্তু ত্যাগী ও যোগ্য নেতা কর্মীদেরকে নতুন কমিটিতে স্থান দেননি ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিজয় দিবস নিয়ে আলোচনা সভায় সোনারগাঁ থানা কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহেদ বিন ইমতিয়াজ আহমেদ বকুল বলেন ,আজকে সারা দেশের মানুষ বিক্ষুব্ধ। শুধু আমাদের দেশেই নয় আন্তর্জাতিকভাবেও বিক্ষুব্ধ। দেশের মানুষ আগামীতে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায়। আন্তর্জাতিক বিভিন্ন মহলেও সুষ্ঠু নির্বাচন চায়। তাই আমরা এ বিজয় দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। এছাড়া ১০ দফা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৬:৪৬)
  • ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১