দুস্থ্য রোগীদের আর্থিক সহায়তা ও হুইল চেয়ার দিলেন সামাজিক ফান্ড ফুলবাড়ী

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সঞ্চিত অর্থে তিনজন দুস্থ্য রোগীকে আর্থিক সহায়তা প্রদানসহ একজনকে হুইল চেয়ার বিতরণ করেছেন সেবামূলক সংগঠন সামাজিক ফান্ড ফুলবাড়ী।
শুক্রবার দুপুর ১২টায় সরকারী কলেজ মাঠে পৌর শহরের কাটাবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক নামে একজন প্যারালাইসেস রোগীকে হুইলচেয়ার এবং তিনজন রোগীকে চিকিৎসা খরচ বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করেন তারা।
জানা গেছে, ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে গঠিত সামাজিক ফান্ড ফুলবাড়ী নামে এই সেবামূলক সংগঠনটি ২০২১ সাল থেকে এলাকার দুস্থ্য শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন । এরই ধারাবাহিকতায় এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সামাজিক ফান্ড ফুলবাড়ীর সদস্য ব্যবসায়ী রুবেল হোসেন, প্রভাষক জয়ন্ত চৌধুরী,ব্যবসায়ী সাদরুল ইসলাম শিমুল, ,স্বজল মাহমুদ,নুর-উন -নবী রানা,হুমায়ুন কবির লেলিন প্রমুখ।
সংগঠনের সদস্যরা জানায়,সামাজিক ফান্ড ফুলবাড়ী সংগঠনটি একটি সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ২০০৩ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের সমন্বয়ে ২০২১ সালের ১লা সেপ্টেম্বর গঠন করা হয়। সংগঠনের বন্ধুরা দেশের বিভিন্ন স্থানে কর্মরত থেকে সকলে মিলে ‘এই সংগঠনের ফান্ডে-অর্থ জমা করে,সেই অর্থ দিয়ে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমানে এই সংগঠনে ৪৫ জন
সদস্য রয়েছেন।
এলাকার দুস্থ্য শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়ানোই সংগঠনের মুল উদ্দেশ্য । সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই সামর্থ অনুযায়ী এলাকার দুস্থ্য শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন তারা। এ পযর্ন্ত ৫৪জন অসচ্ছল ব্যাক্তিকে অনুদান প্রদান করেছেন। আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
মোবাইল: ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৪:৫৬)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১