রাউজান প্রতিনিধি:
রাউজানে অবৈধ করাত কলের বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করলে প্রশাসন।গতকাল ১৮ডিসেম্বর রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম নেতৃত্বে ৭নং রাউজান ইউনিয়নের রমজান আলী হাট বাজারে ডিলার নুরুল আবছারের মালিকাধীন অবৈধ করাত কলে অভিযান চালিয়ে বিদ্যুৎ লাইনের সংযোগ বিছিন্ন করে দেয়। এসময় বন বিভাগের রাউজান ঢালার মুখ ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল রাউজান থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ’ সমিতির কর্মচারী সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়,রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের রমজান আলী হাট বাজারে ডিলার নুরুল আবছারের মালিকাধীন করাত কল রয়েছে। করাত কলটি মাসি ৬ হাজার টাকায় ভাড়া নিয়ে চালান মোহাম্মদপুর এলাকার জামাল নামের এক ব্যক্তি ।ডিলার নুরুল আবছারের মালিকাধীন করাত কলের লাইসেন্স ভুয়া বলে জানান বন বিভাগের রাউজান ঢালার মুখ ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল। অভিযান চলাকালে করাত কলের মালিক ও ভাড়াটিয়া জামালকে একাধিকবার ফোন করে করাত কলের লাইসেন্স কাগজ পত্র নিয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও করাত কলের মালিক ও ভাড়াটিয়া কেউ উপস্থিত হয়নি। করাত কলে অভিযান শেষে রমজান আলী হাট বাজারে দোকানের সামনে একটি মুদির দোকানের মালামাল সড়কের উপর রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম ।